কে হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি?

আন্তর্জাতিক ডেস্ক : কে হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি? এ নিয়ে চলছে রাজনৈতিক হিসাব-নিকাষ।

যদি সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব না হয়, তাহলে ১৭ জুলাই হবে নির্বাচন। এর তিন দিন পর ভোট গণনা হবে।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। তার আগেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় ও রাজ্যভিত্তিক আইনপ্রণেতাদের সরাসরি ভোটে। যদি ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির পদে কেউ চূড়ান্ত হন, তাহলেও অনুষ্ঠানিকভাবে ভোট দেন আইনপ্রণেতারা।

ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করিয়ে আনার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে। কারণ এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানার টিআরএস পার্টির সমর্থন পেয়েছেন। এ সমর্থন পাওয়ার পর বিজেপির নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়ের বাধা কাটাতে সমর্থ হয়েছে।

জোটের দলগুলোর সমর্থন নিয়েই রাষ্ট্রপতি পদে প্রার্থী দেবেন মোদি। তবে এরই মধ্যে যেসব প্রার্থীর নাম শোনা যাচ্ছে, তার মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু, সুষমা স্বরাজ, থাওয়ার চন্দ্র গেহলট এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দ্রৌপদী মারমু।

এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন জোট ও আরো কিছু ছোট দল মিলে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এমন কোনো প্রার্থীকে মনোনয়ন দিক বিজেপি, যাকে অধিকাংশ দল সমর্থন করতে পারে।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন