কোকাকোলার কারখানায় কোকেন

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে কোমলপানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার একটি কারখানায় বিপুল পরিমাণ কোকেন পাওয়া গেছে। ঘনীভূত কমলার জুসের একটি চালানের ব্যাগের ভেতর এ কোকেন ছিল।

দক্ষিণ আমেরিকার কোস্টারিকা থেকে ফ্রান্সের দক্ষিণে অবস্থিত ওই কারখানায় পাঠানো কনটেইনার খুললে কোকেনের বিষয়টি ধরা পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম ভার-মাতিন জানিয়েছে, ওই চালানে প্রায় ৩৭০ কেজি কোকেন পাওয়া গেছে। এগুলোর বাজার মূল্য আনুমানিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। জুসের চালানের কনটেইনারটি গত ২৬ আগস্ট সাইনস শহরের কারখানাটিতে এসে পৌঁছে। কনটেইনারটি খোলার পর কারখানার কর্মীরা বিষয়টি স্থানীয় পুলিশকে জানায়। তবে প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে কারখানার কর্মচারীদের কোনো সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।

কোকা-কোলার আঞ্চলিক প্রেসিডেন্ট জিন ডিনস মালগ্রাস বলেন, ‘তদন্তের প্রাথমিক পর্যায়ে দেখা গেছে, এর সঙ্গে কারখানার কর্মচারীদের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই।’

১৮৮৬ সালে জন পেমবারটন নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফার্মাসিস্ট কোকা-কোলা উৎপাদনের মূল ফর্মূলা তৈরি করেন। মনে করা হয় কোকা পাতা থেকে আহরিত কোকেন এই কোকাকোলার রেসিপিতে রয়েছে।