কোটালীপাড়া শতভাগ বিদ্যুতের আওতায়, উদ্বোধন কাল ১২৭৪ কিলোমিটার লাইন টানা

গোপালগঞ্জ প্রতিনিধি : এবার গোপালগঞ্জের কোটালীপাড়াকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার কাজ শেষ হয়েছে। আগামীকাল পহেলা মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিমধ্যে টুঙ্গিপাড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

গোপালগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে ২১৬ কোটি টাকা ব্যয়ে নতুন করে ১২৭৪ কিলোমিটার লাইন টানা হয়। এতে উপজেলার ১৯৬ টি গ্রামের প্রায় ৫৬ হাজার ৩৫৬টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওযা হয়।

জানাগেছে, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার রয়েছে অসংখ্য বিলাঞ্চল। এসব এলাকায় এখনো পৌঁছেনি বিদ্যুৎ। ফলে হারিকেনের আলো জ্বালিয়েই পড়াশোনাসহ যাবতীয় কাজকর্ম সারতে হয়। অন্যদিকে খেতের পানি সেচেও ডিজেলের ওপর ভর করতে হয়।

বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কোটালীপাড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে কাজ শেষ হয়েছে। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার পর পর্যায়ক্রমে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা। এতে উপকারভোগী হবেন আরো প্রায় দেড় লাখ পরিবার।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ হারুনসহ গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন