কোপা দেল’লে ছাড়া অন্য কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : গত মৌসুমে এক কোপা দেল’লে ছাড়া অন্য কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। তাই স্প্যানিশ জায়ান্টদের নিয়ে সমালোচনা চলছেই। এর সঙ্গে বার্সায় চুক্তি নবায়ন ঝুলে থাকায় মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনটাও বহমান।

বড় কোনো সাফল্য না পাওয়ায় বার্সার কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লুইস এনরিককে। তবে অন্যরা সমালোচনা করলেও তাদের মিছিলে যোগ দিতে রাজি ননা বার্সার প্রাক্তন কোচ পেপ গার্দিওলা। এটাকে এক প্রকার বাড়াবাড়ি হিসেবেই দেখছেন তিনি।

কাতালান গনমাধ্যম এল’এসপোর্তেকে গার্দিওলা বলেন, ‘বার্সাকে আমি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় দেখছি। লুইস এনরিকের পারফরম্যান্স চমৎকার ছিল। তার অধীনে বার্সা প্রায় অপ্রতিরোধ্যেই ছিল। তারা বেশ ভালো ফুটবল খেলেছে। মেসি যখন কেন্দ্রে থাকে তখন ব্যাপারটা এমনই হয়। নতুন চুক্তি হওয়া খেলোয়াড়রা খারাপ আমি তেমনটা দাবি করছি না।’

এক সময়ের প্রিয় সতীর্থ মেসির প্রশংসা করে গার্দিওলা বলেন, ‘আমার দেখা ফুটবলারদের মধ্যে মেসি এ যাবৎকাল পর্যন্ত সেরা। সে কি করছে সেটা ব্যাপার না।সবকিছুতে তার উদযাপন ও পর্যবেক্ষন অনেক স্বাভাবিক। তিন-চার জন ফুটবলারকে কাটিয়ে বল আনার জন্য সে সেরা নয়। সেরা এজন্যই যে সে বিশ্বের অন্য সব ফুটবলারের চেয়ে অধিকতর ভালো করে এ কাজটি করতে পারে।’