কোম্পানিগঞ্জে ০১ টি পিকআপ গাড়ী ও ৬০ বস্তা ভারতীয় চিনিসহ ০৩ চোরাকারবারী গ্রেফতার

আদনান চৌধুরী, জেলা প্রতিনিধি : সিলেট: গত(২৮ মে) রবিবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট  জেলার  কোম্পানীগঞ্জ থানার ০৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন এর অন্তর্গত পূর্ণাচ্ছগ্রাম এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী  অভিযান পরিচালনা করে খাগাইল থেকে তোয়াকুল যাওয়ার রাস্তার বালিদ্বার ব্রীজ এর নিকট থেকে এএসআই(নিঃ) মোঃ জিতু মিয়া  ফোর্সসহ ৬০ বস্তা ভারতীয় চিনি এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত  ০১ টি ডিআই পিকআপসহ ০৩ জনকে কোম্পানিগঞ্জ থানা পুলিশ  গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো –  সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানাধীন দলইরগাঁও মাঝপাড়া গ্রামের মৃত মকবুল আলীর ছেলে মোঃ শেখ উদ্দিন(৫১) ও  একই গ্রামের কুতুবউদ্দিনের ছেলে  আব্দুর রহিম(২১) এবং মৌলভীবাজার জেলার রাজনগর থানার কালাইগুল গ্রামের আব্দুল ছত্তারের ছেলে  শাহ আরফিন (১৯)।

পুলিশ জানায়  গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত মালামালসমূহ বিক্রয়ের জন্য  শুল্ক ফাঁকি দিয়ে এনে নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামী ও অজ্ঞাতনামা ১/২ জন আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের  করা হয়   মামলা নং-২৩, তারিখ-২৯/০৫/২৩ইং।

আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।