‘কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের কাছাকাছি নিয়ে যাচ্ছে আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া অভিযোগ করেছে, কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের কাছাকাছি নিয়ে যাচ্ছে আমেরিকা। মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই অভিযোগ করেছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে আমেরিকার দুটি বি-ওয়ান বি বোমারু বিমান। বিমান দুটি যুদ্ধাবস্থায় বোমা ফেলার মহড়া দেয়। উত্তর কোরিয়া একে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে দাবি করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন স্যাং জিউন সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, উত্তর কোরিয়ার আরেকটি সম্ভাব্য পারমাণবিক বোমার পরীক্ষার জবাবে নিজেদের সামরিক সক্ষমতা যাচাইয়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের সীমানায় গুরুত্বপূর্ণ স্থাপনায় পারমাণবিক বোমা ফেলার মহড়া চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান দুটি।

কেসিএনএ বলেছে, ‘ অপরিণামদর্শী সামরিক প্ররোচনা কোরীয় উপদ্বীপকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’