কোহলিকে টপকে গেলেন বাবর আজম

বিরাট কোহলিকে টপকে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বর্তমান ক্রিকেটের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দীর্ঘদিন শীর্ষস্থান দখলে রাখলেও এখন অবস্থান তিনে। তবে এবার ওয়ানডে র‌্যাংকিংয়ে কোহলির কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছেন বাবর। সাদা পোশাকের টেস্টে বাবরের অবস্থান ষষ্ঠ অবস্থানে। টেস্টে তার পয়েন্ট ৭৬০।

ওয়ানডে র‌্যাংকিংয়ে গেল কদিন আগেও কোহলির পরেই দ্বিতীয় অবস্থানে ছিলেন পাকিস্তানি অধিনায়ক। মাত্র ৫ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই থেকে এবার নাম্বার ওয়ান হলেন বাবর। তার রেটিং পয়েন্ট এখন ৮৬৫। অন্যদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা কোহলির পয়েন্ট ৮৫৭। ৮২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত।

এছাড়া ওয়ানডের সেরা বোলারের র‌্যাংকিংয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৭৩৭। অন্যদিকে, ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান দখলে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার পয়েন্ট ৪০৮।