কোহলিরা কেন ভারতের টিকা রেখে ইংল্যান্ডের টিকা নিচ্ছেন?

ভারতে আছে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। তারা অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে। তাছাড়া ভারতের প্রতিষ্ঠান বায়োটেক উদ্ভাবন করেছে কো-ভ্যাকসিন।

অথচ বিরাট কোহলি-রোহিত শর্মারা নিতে যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত যুক্তরাজ্যের প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ নামের টিকা।

কোহলিরা ভারতীয় টিকা না নিয়ে ইংল্যান্ডের টিকা নেয়ার কারণ হলো প্রায় চার মাসের জন্য ইংল্যান্ড সফরে থাকবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এ সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং জো রুটদের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিবে কোহলিরা।

করোনার টিকা দুই ডোজ নেওয়ার নিয়ম। প্রথম ডোজ নিয়েই কোহলিরা ইংল্যান্ড সফরে যাবেন। এরপর ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে আবার দ্বিতীয় ডোজ নিতে হবে। অথচ সেই সময়ে কোহলিরা থাকবেন ইংল্যান্ডে। তাই ইংল্যান্ডে থেকেই কোহলিরা যাতে সহজে টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেন সেজন্য যুক্তরাজ্যের টিকাই দেওয়া হবে কোহলিদের।