কোহলির মধ্যে ওয়াহ-পন্টিংয়ের ছায়া

ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলিকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন কোনো কোনো প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সে তালিকায় আছেন স্বয়ং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানও। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম তো আরো এগিয়ে। তারা ভারতীয় অধিনায়ককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে তুলনা করেছে! এমন সময়ে অবশ্য ভারত অধিনায়ক পাশে পেয়ে যাচ্ছেন সে দেশেরই কয়েকজনকে। প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক কোহলির হয়ে ব্যাট ধরে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে পাল্টা জবাব দিয়েছেন। এবার ভারত অধিনায়ক পাশে পেয়ে গেলেন আরো এক কিংবদন্তি অধিনায়ককে- স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, তিনি কোহলির অধিনায়কত্বের মধ্যে নিজের এবং রিকি পন্টিংয়ের ছায়া দেখতে পান।

অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই বেশ সফল কোহলি। কমপক্ষে ২৫ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, এমন অধিনায়কদের মধ্যে ম্যাচ জয়ের শতকরা হারে ইতিহাসের তৃতীয় সফলতম অধিনায়ক কোহলি। প্রথম দুটি স্থানে ওয়াহ ও পন্টিং। ওয়াহ ৫৭ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪১টি। জয়ের হার ৭১.৯২ শতাংশ। পন্টিং ৭৭ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪৮টি। তার জয়ের হার ৬২.৩৩ শতাংশ। আর কোহলি এখন পর্যন্ত ২৬ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১৬টি। ভারত অধিনায়কের জয়ের হার ৬১.৫৩ শতাংশ। দুই অস্ট্রেলিয়ানের নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল যদিও আলাদা। তবে ওয়াহ বলছেন, কোহলির মধ্যে তিনি তার নিজের ও পন্টিংয়েরে ছায়া দেখতে পান।

কোহলিকে নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়াহ বলেছেন, ‘ও নিঃসন্দেহে ভীষণ আগ্রাসী অধিনায়ক। মাঠের মধ্যে ছেলেরা কথাবার্তা বলুক, এটা ও চায়। ওর শরীরী ভাষাও ইতিবাচক। আমি সব সময় বিশ্বাস করি, কীভাবে আপনি নিজেকে দলের সামনে তুলে ধরছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দলটাকে দেখে যেন মনে হয়, হ্যাঁ এই দলটা সত্যিই একাত্ম। এরা সবাই অধিনায়কের সঙ্গে আছে। বিরাট কোহালি এই কাজটায় সফল। ওর দলটাকে দেখলে মনে হয়, ছেলেরা অধিনায়কের জন্য খেলছে। এটা যে কোনো অধিনায়কের জন্য একটা বিরাট ব্যাপার।’

পন্টিং ও তার নিজের সঙ্গে কোহালির মিল কোথায়, সেটাও বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক, ‘রিকি পন্টিংও একই ধরনের খেলোয়াড়। ও হাতা গুটিয়ে মাঠে নেমে পড়বে। প্রয়োজনে প্যাডআপ করে ক্রিজে গিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দেবে। বিরাট কোহালিও ঠিক একই কাজ করে। বিরাটের নেতৃত্বে আমার আর রিকির ছায়া দেখতে পাই আমি। তবে ওরও একটা নিজস্বতা আছে। ও টিম ইন্ডিয়ার নতুন মুখ। ও আগ্রাসী, ও ইতিবাচক। ও নির্দিষ্ট একটা উপায়ে দলকে নেতৃত্ব দেয়, যাতে অন্যরা বুঝতে পারে কীভাবে ও দলকে খেলাতে চায়। আমি আনন্দিত যে, ওর অধিনায়কত্বে আমার কিছুটা পেয়েছে।’

তথ্যসূত্র : ক্রিকেট অস্ট্রেলিয়া।