চীনের রাষ্ট্রদূত লি জিমিং

‘কোয়াডে যোগ দিলে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হবে’

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াডে যোগ দিলে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট অবনতি হবে বলে সতর্ক করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এ সামরিক জোটকে চীনবিরোধী ছোট গোষ্ঠী হিসেবে বেইজিং বিবেচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১০ মে) সকালে কূটনীতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ভার্চুয়াল মতবিনিময়ে অংশ নিয়ে চীনো রাষ্ট্রদূত আরও বলেন, এ জোটে বাংলাদেশের যে কোনো ধরনের অংশগ্রহণের সিদ্ধান্ত ভালো হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, চীন সব সময় মনে করে কোয়াড হচ্ছে চীনবিরোধী একটি জোট। অর্থনৈতিক প্রস্তাবের কথা বলা হলেও এখানে নিরাপত্তার বিষয়টি জড়িত। এ ধরনের ছোট গোষ্ঠীতে যোগদান বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। এতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে।

এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকার ৫ লাখ ডোজ আগামী ১২ মে বাংলাদেশে আসবে।

তিনি বলেন, উপহারের এ টিকা দিতে বাংলাদেশকে গত ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিল চীন। তবে অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। আগে অনুমতি দিলে এ টিকা আরও আগেই পেত বাংলাদেশ। বাংলাদেশ শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। তাই বাংলাদেশ বাণিজ্যিকভাবে যে টিকা পেতে চায়, তার জন্য সময় লাগবে।