ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো কয়েকশ লোক নিখোঁজ রয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন সান্তা রোসা শহর পরিদর্শনের পর বলেছেন, ‘ক্যালিফোর্নিয়া যেসব ভয়াবহ শোচনীয় ঘটনার মুখোমুখি হয়েছে এটি তার মধ্যে একটি। ধ্বংসের পরিমাণ অবিশ্বাস্য।এটা এমন ধরণের বিভৎসতা যা কেউ কল্পনাও করতে পারবে না।’

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। এই দাবানালের কারণে প্রায় এক লাখ লোক ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দাবানালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সান্তা রোসা শহরে।শনিবার সোনোমা ওয়াইন এলাকা থেকে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।বাতাসের তীব্রতার কারণে আগুন আশেপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে।

দাবানলের ১৬টি এলাকায় ১০ হাজারেরও বেশি দমকল কর্মী আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। ব্যাপক অগ্নিকাণ্ডের কারণে সৃষ্টি ধোঁয়া ও ছাই ৫০ মাইল দূরে সান ফ্রান্সিসকোর এলাকায় ছড়িয়ে পড়ছে।