ক্রিস্টিয়ানো ও লিওনেলের চেয়েও ‘ভালো’ কিলিয়ান!

ক্রীড়া ডেস্ক : গত কয়েক বছর ধরেই ফুটবল বিশ্বে রাজত্ব করছে দুটি নাম- লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ দশটি ব্যালন ডি’অরের সবগুলোই ভাগ করে নিয়েছেন এই দুজন। আর্জেন্টাইন তারকা মেসি পাঁচটি, পর্তুগিজ তারকা রোনালদো পাঁচটি। কিন্তু যখন মেসি-রোনালদো খেলবেন না, ফুটবল বিশ্বে রাজত্ব করবে কে? অনেকেই মনে করেন, ফুটবলের নতুন রাজা হওয়ার সবকিছুই আছে পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের মধ্যে। এমবাপের বয়স এখন মাত্র ১৯ বছর। ১৯ বছর বয়সে তিনি যা করেছেন, এই বয়সে মেসি-রোনালদো এমবাপের ধারেকাছেও ছিলেন না! চলুন পরিসংখ্যানে বিষয়টা পরিষ্কার করা যাক।

১৯ বছর বয়সে

ক্লাবের হয়ে গোল
এমবাপে- ৫২ গোল
মেসি- ২৫ গোল
রোনালদো- ১৭ গোল

চ্যাম্পিয়নস লিগে গোল
এমবাপে – ১০ গোল
মেসি- ২ গোল
রোনালদো- ০ গোল

জাতীয় দলের হয়ে গোল
এমবাপে- ৯ গোল
রোনালদো- ৭ গোল
মেসি- ৪ গোল

এমবাপে এ বছর ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এটিও তাকে এখনো বিশ্বকাপ না জেতা মেসি ও রোনালদোর চেয়ে এগিয়ে রাখছে। সব মিলিয়ে তাই ১৯ বছর বয়সের পরিসংখ্যানে মেসি-রোনালদোর চেয়েও ভালো এমবাপে!

তথ্যসূত্র : মার্কা।