ক্রিস্টিয়ানো রোনালদোর উপর রিয়াল মাদ্রিদের ৮০ শতাংশ সাফল্য নির্ভর

ক্রীড়া ডেস্ক: ২০০৮ সালে কার্ডিফে জীবনের প্রথম বড় মঞ্চে ফাইনালে গোল করেন রোনালদো। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চেলসির বিপক্ষে গোল করেছিলেন। এরপর ২০১৪ সালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেন। আজ কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে গোল করে নতুন রেকর্ডবুক ওপেন করলেন রিয়াল মাদ্রিদের এ সুপারস্টার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর উপর রিয়াল মাদ্রিদের ৮০ শতাংশ সাফল্য নির্ভর করছে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা শনিবারের ফাইনালের আগে রোনালদোকে নিয়ে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছিল।

তাদের ধারণা সত্যি প্রমাণিত করলেন রোনালদো। শনিবার কার্ডিফে ক্রিস্টিয়ানো রোনালদো জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। জুভেন্টাসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে রিয়াল। জোড়া গোল করেছেন রোনালদো। ফাইনালে গোল করে নুতন রেকর্ড গড়েছেন সিআর সেভেন।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিন ফাইনালে গোল করার কৃতিত্ব দেখান রোনালদো। ম্যাচের ২০ মিনিটে রোনালদোর গোলে রিয়াল মাদ্রিদ লিড নেয়। এরপর ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করেন পর্তুগীজ তারকা।