কয়েলের আগুনে নিঃস্ব হাজারো পরিবার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী বস্তির আগুনে নিঃস্ব প্রায় এক হাজার ঘরের বাসিন্দা। অসহায় এসব মানুষের টিনশেড ছোট্ট ছোট্ট ঘর আর আসবাবপত্রই ছিল বেঁচে থাকার একমাত্র সম্বল। সব হারানো বস্তিবাসী বলছেন, ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে এলে ক্ষতি আরও কম হতো।

এদিকে দমকল বাহিনী কয়েল থেকে আগুনের সূত্রপাতের কথা জানালেও বস্তিবাসী বলছে, বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে।

সব হারিয়ে নিঃস্ব স্বামীহারা ছুড়িয়া বেগম। রাতের আগুন কেড়ে নিয়েছে ছোট্টঘরসহ দুই সন্তানের মাথা গুজার ঠাঁই। তবুও কয়লা হয়ে পড়ে থাকা আসবাবপত্র খুঁজছেন।

শনিবার রাতে সবাই যখন ঘুমিয়ে, আগুনের লেলিহান শিখা তখন ছড়িয়ে পড়ে টঙ্গী মাজার বস্তিতে। একে একে টিনশেড পুরো বস্তি মিশে যায় মাটিতে। দুই ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হন।

কারো একমাত্র থাকার ঘর আবার কারো দোকানপাট-সব হারিয়ে নিম্ন আয়ের মানুষজন খোলা আকাশর নিচে অবস্থান করছেন। অপরিকল্পিতভাবে গড়ে উঠা বস্তিবাসী তাদের পাশে দাঁড়ানোর আকুতি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টার দিকে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা জানান, মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে।

একই বস্তিতে ২০০৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে স্থানীয়রা।