খাগড়াছড়িতে প্যানেল মেয়রের ওপর হামলা

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ পরিমল দেবনাথের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় তার ওপর হামলা চালায়।

মুখোশধারীরা ৩০-৪০ জন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা পরিমলের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে।

মুঠোফোনে প্যানেল মেয়র পরিমল দেবনাথ বলেন, রাত সাড়ে ১০টার দিকে অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় বাড়ির পাশে আমি ও এক সহযোগী কথা বলছিলাম। হঠাৎ ৩০-৪০ জন মুখোশধারী দা-কিরিচ ও লাঠিসোঠা নিয়ে আমাদের ঘিরে ফেলে। আমাকে লাঠি দিয়ে আঘাত করে। প্রাণ বাঁচাতে আমরা দৌড়ে পালালে তারা আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। সন্ধ্যায় শালবন এলাকার বাসিন্দা শামীম নামে এক যুবকের বিচার করার জেরেই আমার (পরিমল) ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছি।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন মুঠোফোনে জানান, প্যানেল মেয়র পরিমল দেবনাথের তথ্যের ভিত্তিতে শালবন এলাকায় শামীমের বাড়িসহ আশপাশ এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।