খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা সিএমএম আদালতে ১৪ মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন খায়রুল কবির খোকন। শুনানি শেষে সাত মামলায় জামিন পেলেও অপর সাত মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত। যার ফলে তাকে কারাগারে যেতে হয়েছে। খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম।

আসামিপক্ষের আরেক আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, খায়রুল কবির খোকন ১৪ মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। পল্টন থানার ১০ মামলার মধ্যে পাঁচ মামলায় জামিন পেলেও পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম গোলাম নবী। গুলশান থানার এক মামলায় মহানগর হাকিম খুরশীদ আলম এবং কাফরুল থানার আরেক মামলায় রায়হারুল ইসলাম জামিন নামঞ্জুর করেন। অপর দুই মামলায় জামিন পান খায়রুল কবির খোকন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে রাজধানীর পল্টন, গুলশান, কাফরুল, ওয়ারিসহ কয়েকটি থানায় মামলাগুলো করে পুলিশ।