খুব শিগগিরই খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা দেবেন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘খুব শিগগিরই খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা দেবেন। আমরা আশা করি বর্তমান সরকার তাদের অবস্থান থেকে সরে আসবে। অন্যথায় দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি আয়োজিত ‘শিক্ষাক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে আবারো ভোটবিহীন গায়ের জোরের নির্বাচন করার পাঁয়তারা করছে। সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই ৫ জানুয়ারি মার্কা নির্বাচন বাংলার মাটিতে আর হবে না। হতে দেওয়া হবে না।’

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে উল্লেখ করে বিএনপির এই আইনজীবী নেতা বলেন, ‘চালের দাম ৭০ টাকা কেজি, যা এখন সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। এটা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করতে হবে। জেল-জুলুম মাথায় নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাদের উন্নয়ন টেলিভিশন ছাড়া অন্য কোথাও দেখা যায় না।’

তিনি বলেন, ‘সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কিন্ডারগার্টেন স্কুলকে বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে। কিন্তু শিক্ষাব্যবস্থাকে ভালো করতে হলে কিন্ডারগার্টেন স্কুল ব্যবস্থাকে ভালো করতে হবে।’

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহাসচিব জাকির হোসেন, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন হোসেন ঈশা, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।