খুলনার ১৮৫ জন মুক্তিযোদ্ধার প্রয়োজনী কাগজপত্র না থাকায় ভাতা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার ১৮৫ জন মুক্তিযোদ্ধার প্রয়োজনী কাগজপত্র না থাকায় তাদের ভাতা চালু করা হয়নি বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সকল মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সনদ ও মুক্তিবার্তার তথ্যাদি দিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধার সনদপত্র জাল এবং গেজেট নম্বর সঠিক না থাকায় দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসনকে বলা হয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, উল্লিখিত সংখ্যক মুক্তিযোদ্ধার গেজেট নম্বর সঠিক না থাকা, মুক্তিবার্তার সঙ্গে তথ্যাদিতে অসঙ্গতি এবং মুক্তিযোদ্ধার পক্ষে যাচাইযোগ্য প্রমাণাদি না থাকায় তাদের সম্মানী ভাতা চালু করা সম্ভব হচ্ছে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন জানান, মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এক দফা বৈঠক করা হয়েছে। পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।