উগ্রবাদী নথিপত্র, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার

খুলনায় আনসার আল ইসলামের সক্রিয় ৪ সদস্য গ্রেপ্তার

খুলনায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর মনিরামপুর থানা এলাকায় র‍্যাব-৬ তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল গালিব, জাফর আহম্মেদ, শিমুল খান, নাদির হোসেন ও মুহাম্মদ শেখ।

র‍্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ আজ সকালে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬-এর মনিরামপুর থানাধীন ৩নং ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রাম অভিযান চালায়। এ সময় গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, ১টি ল্যাপটপ এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জঙ্গিসংশ্লিষ্টতার ব্যাপারে স্বীকার করে ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তারা ৪ জনই যশোর জেলার মনিরামপুর থানার অধিবাসী।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।