খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন

নাটোর প্রতিনিধি : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। বাংলাদেশসহ বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় দিনটিতে যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করছে।

এর ধারাবাহিকতায় রোববার সকাল ৭টায় জেলার বনপাড়ায় ক্যাথলিক মিশনারি চার্চে প্রার্থনার মধ্য দিয়ে বড় দিন উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঘণ্টাব্যাপী প্রার্থনা শেষে চার্চ চত্বরে অনুষ্ঠিত হয় কীর্তন প্রতিযোগিতা। এ ছাড়া পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ১০টায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন। এ সময় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বনপাড়া শাখার সভাপতি শৈলেন গোমেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বড় দিন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে চার্চ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।