গজারিয়ায় মেনিনজাইটিস রোগে শিশুর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন (১২) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
এদিকে সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করলেও
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে স্থানীয়দের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে।
সোহরাব উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তাসলিমা আক্তার জানান, রোববার (২৯ মার্চ) দিনগত রাত ৩টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে নিয়ে আসা হলে দেখা যায় তার ঘাড় শক্ত হয়ে গেছে। তার জ্বর রয়েছে, ঘাড় বেঁকে যাচ্ছিল এবং খিচুনির সঙ্গে বমিও হচ্ছিল। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয়।
এরপর আইইডিসিআর-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা লক্ষণ শুনে করোনা ভাইরাসে নয় মেনিনজাইটসে তার মৃত্যু হতে পারে বলে জানায়।