গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে রাজপথে থাকতে হবে: ডা. জাফরুল্লাহ

বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করতে চক্রান্ত শুরু করেছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে রাজপথে থাকতে হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও ‘জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় গণআন্দোলনের আহবায়ক জোনায়েদ সাকি বলেন, যারা ভোটের অধিকার কেড়ে নেয় তারা মুক্তিযুদ্ধ বিরোধী। এসময় অধিকার রক্ষায় ছাত্রদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার আহবান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সুবিধাবাদীরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের জীবন দিন। এসময় অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার আহবান জানান তিনি।

তিনি বলেন, ছাত্র সংগঠনকে ধ্বংস করার জন্য হামলা মামলা চালাচ্ছে সরকার। সরকারের টালবাহানা ছাত্র সমাজ মানবে না। ছাত্রদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে।

সভায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যরাসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।