গাইবান্ধায় পরিবহন ধর্মঘট

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

বুধবার ভোর থেকে জেলার সকল রুটে যানচলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা সদরসহ জেলার সকল উপজেলায় মাইকিং করে এ ধর্মঘটের আহ্বান করা হয়।

জেলা মোটর মালিক সমিতির দপ্তর সম্পাদক আতিক বাবু জানান, জেলা ট্রাক, ট্যাংক লড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জেলা ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এবং বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে যৌথভাবে গাইবান্ধায় এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে গত ১৩ ডিসেম্বর দুপুরে গাইবান্ধা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সভায় দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোক্তাদুর রহমান মিঠুসহ ৮ জন আহত হন।

এর প্রতিবাদে সেইদিন সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।