গাজীপুরের টঙ্গীতে আরিচপুর তরুন সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন

হাবিবুর বাশার রবিন: গাজীপুর মহানগর টঙ্গী থানাধীন ৪৫নং ওয়ার্ড পূর্ব আরিচপুর বৌ-বাজার রেল লাইন সংলগ্ন গত ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখ রোজ শনিবার বাদ যোহর আরিচপুর তরুন সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন পূর্ব আরিচপুর বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি এরশাদুল্লাহ ও অনুষ্ঠান পরিচালনা করেন আরিচপুর তরুন সমাজের সভাপতি শেখ আরিফুল ইসলাম বাপ্পি। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন নারায়ণগঞ্জ আল আকসা জামে মসজিদ এর খতীব মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী এছাড়াও ওয়াজ পেশ করেন যাত্রাবাড়ি জামিয়া মাহমুদিয়া এর প্রধান মুফতি, মুফতি রেজাউল করীম আবরার ও সাইন্স ল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি শামসুদ্দোহা আশরাফী। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মো: আজমত উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জয়নাল আবেদিন বি.এ, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৫নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মো: শাহ আলম রিপন, টঙ্গী পূর্ব থানা ৪৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মো: কবির উদ্দিন বেপারী, টঙ্গী পূর্ব থানা ৪৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মো: ইসমাঈল হোসেন বাবু। উক্ত মাহফিলে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা করেন “কলরব” শিল্পীগোষ্ঠী। ধীরে ধীরে মাহফিলে অসংখ্য লোকজন জড়ো হতে থাকে। মাহফিলের শৃঙ্খলা বজায় রাখতে আরিচপুর তরুন সমাজের পক্ষ থেকে দায়িত্বশীলতার সহিত প্রায় ৫০জন স্বেচ্ছাসেবক কাজ করেন। মাহফিলে বক্তারা তরুনদের উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ন বয়ান করেন। ওয়াজ মাহফিলে বক্তারা বলেন দেশের তরুণ সমাজ যে ভাবে আল্লাহর রাস্তায় এগিয়ে আসছে তাতে দেখা যায় আগামীতে এই তরুণ সমাজ দেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ্। বক্তারা আরও বলেন শুধু দুনিয়ার কাজ করলে হবে না আখিরাতের জন্যও কাজ করতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ্জ, যাকাত এর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে ও অন্যেকে ইসলামের পথে দাওয়াত দিতে হবে। সুষ্ঠভাবে মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত ও তবারক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় মাহফিলের কার্যক্রম।