গাজীপুরে ওষুধের কাঁচামালের গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনায় সোমবার রাতে ওষুধের কাঁচামালের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, এস কে এফ ফার্মাসিটিকেল লিমিটেডের কাঁচামালের গুদাম দক্ষিণ সালনায় অবস্থিত। রাত ১০টার দিকে টিনশেডের ওই কাঁচামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে গুদামে থাকা ওষুধের কাঁচামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।’