গাজীপুরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত আটজন আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে।তিনি হলেন আবু বকর (৩০)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে রাসেল (২৩), শহিদুল (৪৫), শুভ (১৫) ইভা (২৫), অভিকে (১২) গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার এসআই মো. কাউছার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ লেগুনা যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া কয়েকজনের মধ্য থেকে চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু বকর ও ফরিদাকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপালে রেফার্ড করে। পরে আবু বকর মারা যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন।