গাজীপুরে নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাজীপুর

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর উপজেলার নাওলা সোনাদিয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই যুবককে আটক করেছে।

নিহত স্কুলছাত্রের নাম প্রান্ত সাহা (১৩)। সে কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের উত্তম সাহার ছেলে এবং চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

আটককৃতরা হলো- কালিয়াকৈরের শেওড়াতলী এলাকার সুবল সাহার ছেলে শুভ সাহা (২১) ও একই এলাকার গৌতম সাহার ছেলে দীপ্ত সাহা (১৮)। শুভ সাহা নিহত প্রান্ত সাহার খালাত ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রান্ত সাহা নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাতে তার বাবা এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা নাওলা সোনাদিয়া বিলে মাছ ধরতে গিয়ে নিহতের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

কালিয়াকৈর থানার এসআই মো. আশরাফুজ্জামান জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শুভ সাহা ও দীপ্ত সাহাকে আটক করা হযেছে