গার্মেন্টস সেক্টর বাধাগ্রস্ত হলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়

অর্থনৈতিক প্রতিবেদক : গার্মেন্টস সেক্টর বাধাগ্রস্ত হলে বা কারখানা বন্ধ হলে ২০২১ সাল নাগাদ তৈরি পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব  হবে না বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার রাজধানীর বিজিএমইএ ভবনে ‘জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড ২০১৫’ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এ আশঙ্কার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে তৈরি পোশাক খাত ভালোভাবেই চলছে। এ খাত থেকে ২৮ বিলিয়ন আয় হচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী এক বছরের মধ্যে ৩০ বিলিয়ন আয় করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ছয় জন সাংবাদিককে জার্নালিজম ফেলোশিপ অ্যাওয়ার্ড ২০১৫ দেওয়া হয়।