গুলিস্তানে উচ্ছেদ অভিযান : ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন মার্কেটের আন্ডারগ্রাউন্ডে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় হকার ও সিটি করপোরেশনের কয়েকজন উচ্ছেদ কর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

হকার ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুর ২ টার কিছু সময় পর সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীরা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে উচ্ছেদ চালাতে যায়। এরইমধ্যে হকাররা সংঘবদ্ধ হয়ে লাঠি নিয়ে করপোরেশনের লোকজনের ওপর হামলা করে। এ সময় তারা গুলিস্তানের বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। আড়াইটার দিকে হকারদের বুঝিয়ে সিটি করপোরেশনের দিকে নিয়ে যায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিকেল সাড়ে ৩ টার দিকে আবারও উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন হকার আহত হয় বলে হকার নাজিমউদ্দিন জানান।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উচ্ছেদ করতে গেলে হকাররা পুলিশের ওপর এবং সিটি করপোরেশন লোকজনের ওপর হামরা করে। পরে বিস্তারিত জানানো হবে।