গোপালগঞ্জে মন্দিরে ভাঙচুরের ঘটনায় মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের নয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুকুমার বাইন বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ২০ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, ইতিমধ্যে এজাহারভুক্ত তিন আসামি সোহেল শেখ, সবুর শেখ ও তোরাব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামের জামাই বাজারে বৃহস্পতিবার ভোরে সার্বজনীন দুর্গা মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নয়টি প্রতিমা ভেঙে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।