গোল উৎসবে বছর শেষ করল চেলসি

ক্রীড়া ডেস্ক : নতুন বছর উদযাপনের দিনে ইংলিশ লিগে ২০১৬ সালের শেষ ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রেখেছে চেলসি। স্টোকসিটির বিপক্ষে মুখোমুখিতে ব্লুজরা জয় পেয়েছে ৪-২ ব্যবধানে।

ইংলিশ পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থেকেই স্টোকসিটির বিপক্ষে খেলতে নেমেছিল চেলসি। স্টোকসিটির বিপক্ষে জয়ের মধ্য দিয়ে সেই স্থানটি আরও পাকাপোক্ত করেছে ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।

চিরচেনা স্টামফোর্ড ব্রিজে চেলসির গোল উৎসবের সূচনা করেন গ্যারি কাহিল। ম্যাচের আধাঘন্টা গোলশূন্য থাকলেও ৩৪ মিনিটে স্বাগতিক দর্শকদের প্রথমে উচ্ছ্বাসে ভাসান তিনি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে চেলসি এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ডাচ ডিফেন্ডার ব্রুনো মার্টিন্সের গোলে সমতায় ফেরে স্টোক। তবে ম্যাচের ৫৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের গোলে ফের এগিয়ে যায় চেলসি।

ম্যাচের ৬৪ মিনিটে ক্রাউচের গোলে আবারও সমতায় ফেরে স্টোক সিটি। তবে ঠিক এক মিনিট পরেই উইলিয়ানের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। ফ্যাব্রিগাসের পাস পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।এরপর নিজেদের মাঠে অতিথি স্টোকসিটিকে আর সোজা হয়ে দাঁড়াতে দেয়নি চেলসি। ম্যাচের ৮৫ মিনিটে কস্তা দলের চতুর্থ গোলটি করে স্টোকসিটিকে আরও দূরে ঠেলে দেন।

২০১৬ সালের শেষ দিনে ইংলিশ লিগের অপর ম্যাচে মিডলসবোরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের হয়ে একটি করে গোল করেন মার্শিয়াল ও পল পগবা।

গতকালের জয়ে ১৯ ম্যাচ শেষে ইংলিশ লিগ পয়েণ্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৪৯। ম্যানচেস্টার ইউনাইটেডে ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে।