গোড়ালির ইনজুরিটা সম্প্রতি বেশ ভোগাচ্ছিল স্টুয়ার্ড ব্রডকে

ক্রীড়া ডেস্ক : গোড়ালির ইনজুরিটা সম্প্রতি বেশ ভোগাচ্ছিল স্টুয়ার্ড ব্রডকে।

তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার প্রথম টেস্টে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা দূরে ঠেলে দিয়ে লর্ডসে খেলার জন্য নিজেকে প্রস্তুত বলে দাবি করলেন ইংলিশ এ পেসার।

বৃহস্পতিবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে মুখোমুখি হওয়ার আগে দলের পেসারদের ইনজুরি নিয়ে বেশ বেকায়দায় ছিল ইংল্যান্ড দল। তবে ব্রডের ফিটনেস কিছুটা স্বস্তি দিতে পারে স্বাগতিকদের।

গত মাসে কাউন্টিতে নটিংহামশায়ারের হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পান ব্রড। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

লর্ডস টেস্টের জন্য নিজেকে প্রস্তুত দাবি করে ব্রড বলেন, ‘আমি কোনো সমস্যা ছাড়াই লর্ডসে খেলতে পারব। গত বুধবার ও শুক্রবার কোনো ব্যাথা ছাড়াই আমি বোলিং করতে পেরেছি। ইনজুরি থেকে আমার সেরে ওঠার প্রক্রিয়াটা বেশ দ্রুত ছিল। আমি এই মঙ্গলবারও অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী রয়েছি।’