ঘরের মাঠে জয়ের মুখ দেখল না!

ক্রীড়া ডেস্ক : লা লিগায় শনিবার পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলের কেউই জয়ের মুখ দেখল না!

দিনের প্রথম ম্যাচে তো গ্রানাডার মাঠে ২-১ গোলে হেরেই যায় তিনে থাকা সেভিয়া। এল ক্লাসিকোতে শীর্ষ দুই দল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

এসপানিওলকে হারিয়ে সেভিয়াকে টপকে যাওয়ার সুযোগ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু সেটি করতে পারেনি দিয়েগো সিমিওনের শিষ্যরা। ঘরের মাঠে এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে কেবল এসপানিওল গোলের ভালো একটি সুযোগ তৈরি করতে পেরেছিল। বিরতির খানিক আগে জেরার্ড মোরেনোর সেই প্রচেষ্টা রুখে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক অবলাক।

দ্বিতীয়ার্ধে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন অ্যাটলেটিকোর আঁতোয়ান গ্রিজমান। তবে দুবারই তাকে হতাশ করেন এসপানিওলের গোলরক্ষক দিয়েগো লোপেজ। সুযোগ তৈরি করেছিল অতিথিরাও। তবে অবলাকের দারুণ গোলকিপিংয়ে রক্ষা পায় স্বাগতিকরা।

১৪ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া। ২৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে আর রিয়াল মাদ্রিদ ৩৪ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে।