ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন শ্যাম্পু

শ্যাম্পু কেনার আগে এখন অনেকেই দেখে নেন, তাতে ক্ষতিকারক রাসায়নিক আছে কি না। বিশেষ করে প্যারাফিন, সালফেট জাতীয় রাসায়নিক নেই এমন শ্যাম্পু।

রাসায়নিক বিহীন শ্যাম্পু পাওয়ার আরও একটি রাস্তা আছে। বাড়িতেই বানিয়ে নেওয়া। শুনে যতটা কঠিন মনে হয়, ততটাও নয়। কী ভাবে বাড়িতেই বানাবেন শ্যাম্পু? দেখে নেওয়া যাক-

উপকরণ

  • ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পানি
  • ১ কাপের ৪ ভাগের ১ ভাগ ক্যাসটিল সাবান। মূলত জলপাই তেল থেকে এই সাবান তৈরি হয়
  • ১/২ চামচ উদ্ভিজ্জ তেল
  • ১ চামচ অ্যালো ভেরা জেল
  • পছন্দের এসেনশিয়াল তেল ২ ফোঁটা

বানানোর নিয়ম
সব ক’টি উপকরণকে এক সঙ্গে মিশিয়ে নিয়ে প্রথমে একটি বোতলে কয়েক দিন ভরে রেখে দিন। তার পরে সেটি পরিষ্কার শ্যাম্পুর বোতলে ভরে নিলেই তৈরি আপনার নিজের শ্যাম্পু। কোনও রাসায়নিক নেই। চুলের ক্ষতিরও আশঙ্কা নেই।