চট্টগ্রামে চাঁদাবাজিকালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চট্টগ্রাম নগরীর লালখান বাজারে নির্মাণাধীন এক বাড়ির মালিকের কাছ থেকে চাঁদাবাজিকালে হাতেনাতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব।

তারা হলো-
মোঃ আরিফ হোসেন লোকমান (২৭), মোঃ হৃদয় (২০), মোঃ শুকুর (২১), মোঃ আরিফ (১৯) ও মোঃ মীর হোসেন (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৪৪ হাজার ৫০০ টাকা ও ছোরা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায় শনিবার ওই বাড়ির মালিক অভিযোগ করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা গত ১৮ অক্টোবর তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তারা তিনদিনের আলটিমেটাম দেয়।

শুক্রবার চাঁদা না দিয়ে কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দিলেই কাজ শুরু করা যাবে মর্মে হুমকি প্রদান করে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার ৫ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক চাঁদা আদায় করে আসছে।