চট্টগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা প্রতিনিধিদের ডিসি-ডিএম সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সীমান্ত নিরাপত্তার ওপর গুরত্বারোপ করে চট্টগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা প্রতিনিধিদের (ডিসি-ডিএম) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম মোটেল সৈকতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী সম্মেলনের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং ভারতের পক্ষে উনাকাটির জেলা ম্যাজিস্ট্রেট পি আর ভট্টাচার্য।

সম্মেলন শেষে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সড়ক নির্মাণ, হাট প্রতিষ্ঠা, অপ্রয়োজনীয় উত্তেজনা ও সংঘর্ষ পরিহার, যৌথ ভূমি জরিপ সম্পন্ন করা, নারী-শিশুপাচার ও মাদক চোরাচালান রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, বিজিবি-বিএসএফের যৌথ টহল জোরদার, নদ-নদীর বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ করাসহ উভয় দেশের সংস্কৃতির আদান-প্রদান এবং জালনোট রোধ করতে চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।