চট্টগ্রামে মিতু হত্যার আসামি গুন্নুর জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
চট্টগ্রামের প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার সন্দেহভাজন আসামি আবু নছর গুন্নু জামিনে মুক্তি পেয়েছেন।

আদালতে জামিন আবেদন মঞ্জুর হওয়ার পর রোববার সন্ধ্যার দিকে গুন্নু কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম গুন্নুর জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, মিতু হত্যার ঘটনায় আসামি গুন্নুর বিরুদ্ধে দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন গুন্নু। আদালতের জামিন আদেশ চট্টগ্রাম কারাগারে পৌঁছানোর পর রোববার সন্ধ্যার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের গত ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নিজ বাসার কাছেই গুলি ও ছুরিকাঘাতে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।