চট্টগ্রাম কাস্টম হাউসে ফের বহিরাগত আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কাস্টম হাউস থেকে আবারো দুই বহিরাগত ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দাদের একটি দল।

বুধবার দুপুরে গোয়েন্দারা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- মো. আজগর আলী এবং মো. ওবায়দুন্নবী।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আমদানি শুল্কায়ন সেকশন-৩ এবং হিসাব শাখায় বিভিন্ন কাজ করতেন। জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টম হাউসসহ বিভিন্ন কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধের আদেশ জারি করা হয়েছে। তারপরও ওই আদেশ উপেক্ষা করে নিয়মিত কাস্টম হাউসে কাজ করছিলেন তারা। এর সঙ্গে সম্পৃক্তদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ১৬ নভেম্বর শুল্ক গোয়েন্দারা চারজন বহিরাগতকে সাময়িক আটক করেছিল। তারা এ কাজ আর করবেন না, মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয় । বহিরাগতদের অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ না হওয়ায় বর্তমানে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কার্যক্রম চলছে।