চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসিইউ শয্যা আটটি বেড়ে আঠারোটি, উদ্বোধনে শিক্ষা উপমন্ত্রী নওফেল

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ শয্যা আরো আটটি বেড়ে বর্তমান আঠারোটি। আগে থেকে ১০ শয্যার ইউনিটে এখন থেকে ১৮ জন রোগী রাখা যাবে।

২৫০ শয্যার এই হাসপাতালে বৃহস্পতিবার নতুন আটটি আইসিইউ শয্যার উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবীর, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আসিফ খান, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা বিদ্যুৎ বড়ুয়া উপস্থিত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘গত বছর বিশ্বব্যাপী যখন করোনা ছড়িয়ে পড়ে তখন আমাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ শয্যা ছিল না। বর্তমান জেনারেল হাসপাতাল এখন একটি বিশেষায়িত করোনা হাসপাতালে পরিণত হয়েছে। এই এক বছরের ভেতর এমন যুগান্তকারী পরিবর্তন সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি অনেক সময় এই হাসপাতালে এসেও স্বাস্থ্যকর্মীদের পেয়েছি। দেশের অনেক জায়গায় যেখানে চিকিৎসক-নার্সের সংকট হাহুতাশ করছে, সেখানে এখানকার সবাইকে সব সময় হাসপাতালে দেখি আমি। তাই আপনাদের বিশেষ ধন্যবাদ।’

দেশের চিকিৎসকরা আগের তুলনায় অভিজ্ঞ উল্লেখ করে উপমন্ত্রী বলেন, ‘ গতবছর যখন করোনা সংক্রমণ ধরা পড়ে, তখন পরিস্থিতি ছিল অন্য রকম। তখন আমাদের স্বাস্থ্যসেবার সংকট ছিল কিন্তু আমরা মনোবল হারায়নি। এখন সেই ভিত্তি কেটে গেছে। বর্তমান বিভিন্ন বেসরকারি হাসপাতালেও করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য মাস্কের বিকল্প নেই উল্লেখ করে সবাইকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিশেষভাবে অনুরোধ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল।