চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আত্মপ্রকাশ হল ভোলা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম

মোঃ আসাদুল ইসলাম চট্টগ্রামঃ শুক্রবার (১৯মে) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দৈনিক ইনফো বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গনসচেতনা মূলক ক্যাম্পিং এ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠানের  প্রধান অথিতি চট্টগ্রাম  ৮ আসনের এমপি নোমান  আল মাহমুদকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে  বরন করে নেয় ভোলা জার্নালিস্ট  এসোসিয়েশন, এর মধ্যে দিয়ে চট্টগ্রামস্থ ভোলার একমাত্র  সাংবাদিক সংগঠন “ভোলা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামে”র আত্মপ্রকাশ হয় ।
পরে চট্টগ্রাম  জেলা পিপি ও মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয়  অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং  মোহনা টিভির চট্টগ্রাম  ব্যুরো প্রধান  আলী আহমেদ শাহীন ও দৈনিক ইনফো বাংলা এবং চট্টগ্রাম  প্রেসক্লাবের স্থায়ী মেম্বার কল্যাণ  চক্রবর্তীর সাথে  ভোলা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের আহব্বায়ক কমিটি শুভেচ্ছা  বিনিময় করে ।
এতে ৭ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়, আহবায়ক  কমিটিতে মর্নিং টুডের রিপোর্টার রাসেল মির্জাকে আহবায়ক রেখে সদস্য সচিব  হিসেবে  ঘোষণা  করা হয়   দৈনিক সূর্যদয়ের রিপোর্টার আকবর জুয়েলকে।   ক্রাইম পেট্রল বিডির চট্টগ্রাম  প্রতিনিধি  আসাদুল ইসলাম কে যুগ্ন আহবায়ক  করে সদস্য হিসেবে  ঘোষণা  করা  হয় দৈনিক ইনফো বাংলার সি. স্টাফ রিপোর্টার এম জে জুয়েলকে, সদস্য  হিসেবে  দৈনিক স্বাধীন সংবাদের রিপোর্টার হেলাল উদ্দিন এবং সদস্য  দৈনিক মানব সময়ের  রিপোর্টার শফিকুল আলম সবুজ ও  সদস্য  ক্রাইম এন্ড জাস্টিসের নূরনবী শাওন।
শুভেচ্ছা বিনিময় কালে অতিথিরা বলেন  সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ সমাজের কাছে তুলে ধরে অপরাধের মাত্রা সমাজ থেকে কমিয়ে আনবে এবং মূল ধারার সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়  অবিচারের  বিরুদ্ধে  সোচ্চার  থাকবে  ভোলা জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম।