উৎসবমুখর পরিবেশে পালিত হলো পার্বত্য

চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২৩

মোঃআসাদুল ইসলাম, বান্দরবান: আজ, ২ ডিসেম্বর, রোজ শনিবার, সকাল ৯টায় পার্বত্য জেলা পরিষদের আয়োজনে,পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অগ্রযাত্রা ২৬ তম বর্ষপূর্তি ২০২৩ উদযাপন উপলক্ষে, এক আলোচনা সভা পুরস্কার ও কম্বল বিতরণের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট,বান্দরবান পার্বত্য জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ত করেন, জনাব কাঞ্চন জয় তঞ্চুঙ্গা,চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসপিজি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচসি রিজিয়ন কমান্ডার সদর দপ্তর, ৬৯ পদাতিক ব্রিগেড,বান্দরবান রিজিয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শাহ্ মুজাহিদ উদ্দিন জেলা প্রশাসক বান্দরবান, জনাব মোঃ মাসুম বিল্লাহ, মূখ্য  নির্বাহী কর্মকর্তা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,জনাব মোঃ সাইফুল ইসলাম  অতিরিক্ত জেলা প্রশাসক বান্দরবান ,  জনাব,শামসুল আলম,মেয়র,বান্দরবান পৌরসভা, জনাব,হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী , পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান, ডাঃ মোঃ মাহবুবুর রহমান সিভিল সার্জন বান্দরবান, বাবু লক্ষ্মীপদ দাস, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। আমিনুল  ইসলাম বাচ্চু সভাপতি,  বান্দরবান প্রেস ক্লাব।

অনুষ্ঠান শুরু আগে,এক উৎসব মুখর র‌্যালি বের করা হয়,র‌্যালিতে অংশ গ্রহণ করেন,   র‌্যালিটি জেলা,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট,বান্দরবান পার্বত্য জেলা সহ, মারমা,চাকমা,লুসাই খায়াং,তঞ্চুঙ্গা উপজাতি  সম্প্রদায়ের জনগন,র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে   রাজার মাঠে গিয়ে শেষ হয়। রাজার মাঠে জনগনের মাঝে   কম্বল বিতরন ও ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হর।

উক্ত  অনুষ্ঠানে, ফুটবলে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড করায় জনাব প্রেনচ্যুং ম্রো কে সম্মাননা প্রদান করা হয়, রুমা মুনলাই পাড়া পরিচ্ছন্ন পাড়া হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়।