চরাঞ্চলের শিশুরা শৈশব যত্ন ও শিক্ষা থেকে বঞ্চিত!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:চরাঞ্চলের শিশুরা শৈশব যত্ন ও শিক্ষা থেকে বঞ্চিত লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলের কয়েক হাজার শিশু শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।অপেক্ষাকৃত দুর্গম চর এলাকা হওয়ায় এসব এলাকায় যেতে অনীহা প্রকাশ করেন সরকারি-বেসরকারি কর্মকর্তারা। কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না ওঠায় এখানকার কয়েকটি গ্রামের তিন হাজারের অধিক শিশু শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখাগেছে, তিস্তার দুর্গম চর এলাকা মহিষখোচা ইউনিয়নের চর গোবরধন, চর চন্ডিমারী, ইসমাঈলপাড়া, শিংগিমারী, বছদ্দিমুন্সিরটারী, পুটিপাড়া, তালপট্টি এবং খুনিয়াগাছ ইউনিয়নের পশ্চিম কালমাটি, পশ্চিম হরিণচড়া, বাগডারার চর এলাকায় এখনও সরকারিভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বেসরকারি কোন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানও নেই এখানে।বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক ও গণশিক্ষা কেন্দ্র চালু করেছে। তবে ওই চরাঞ্চলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা লাভ করতে পারছে না শিশুরা।ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহজাহান জানান, তিস্তার চরাঞ্চলে কয়েক বছর আগে কেন্দ্র থাকলেও শিক্ষার্থীর অভাবে কেন্দ্রগুলো চালানো যাচ্ছিল না। এজন্য কেন্দ্রগুলো মূল ভূখন্ডে স্থানান্তর করা হয়েছে। যাতায়াতে অসুবিধার কারণে কেন্দ্র না দেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান জানান, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের যদি তিস্তা চরাঞ্চলের চালু না থাকে তা পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।