চলতি সপ্তাহে তিন কোম্পানির বার্ষিক সভা

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, নাভানা সিএনজি ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

শনিবার সংশ্লিষ্ট কোম্পানি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একমি ল্যাবরেটরিজ : কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ সেপ্টম্বর সকাল সাড়ে ১০টায় পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমে কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন দেবেন শেয়ারহোল্ডারগণ।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

নাভানা সিএনজি : এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ সেপ্টম্বর সকাল সাড়ে ১০টায় স্পেক্টা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#৭, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমে কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন দেবেন শেয়ারহোল্ডারগণ।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

ন্যাশনাল ফিড মিলস : এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ সেপ্টম্বর সকাল ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে, শেরপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে। এজিএমে কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন দেবেন শেয়ারহোল্ডারগণ।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।