চাঁদাবাজি রোধে পুলিশ জিরো টলারেন্সে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ঈদের সময় পশুর হাটসহ যেকোনো স্থানে চাঁদাবাজি কিংবা যাত্রী হয়রানি করা হলে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে থেকে সংশ্লিষ্ট্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শুক্রবার বিকেলে গাবতলী পশুর হাটের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

পুলিশ প্রধান আরও বলেন, পশুর হাটে কেউ চাঁদাবাজি করলে তা পুলিশকে জানাতে হবে। এ ক্ষেত্রে সে যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো হয়রানির অভিযোগ আসলে তারও তদন্ত করা হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও যদি কোনো ধরনের হয়রানি করার অভিযোগ আসে, তারও তদন্ত হবে। তদন্তে প্রমাণিত হলে ওই পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না।