চাঁপাইনবাবগঞ্জের ২টি আসনের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের ২টি আসনের উপনির্বাচনে জন প্রার্থী রির্টানিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ(সদর) আসনে আজ বুধবার ২জন প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ(গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনে ১জন প্রার্থী রির্টানিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামীকাল
জানুয়ারী।

চাঁপাইনবাবগঞ্জ(সদর) আসনে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিব খানের হাতে তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে আব্দুল ওদুদ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেত হন। এরপর তিনি রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদ মনোনিত প্রার্থী জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির তার মনোনয়নপত্র জমা দেন। অন্যাদিকে চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান বিকেলে গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রির্টানিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় চিত্র নয়িকা মাহিয়া মাহি তার সাথে ছিলেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনের বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন জানুয়ারী। মনোনয়নপত্র বাছাই জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারী। এবং
আগামী ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ভোটগ্রহন।