চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা বন্ধে কাজ করবে পুলিশ

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: নবাগত পুলিশ সুপার মোঃ ছাইদুল ইসলাম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং বখাটেদের তৎপরতা মাদক প্রতিরোধে  কাজ করবে জেলা পুলিশ। পাশাপাশি সড়কমহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। 

আজ শনিবার দুপুরে এসপি অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকরা  অবৈধ যান জেলার সড়কমহাসড়কে চুক্তির বিনিময়ে চলাচল করছে বলে অভিযোগ করেন। 

এর জবাবে নবাগত পুলিশ সুপার বলেন, আমি জেলায় যোগদানের পর থেকেই ট্রাফিকের শৃংখলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। এছাড়াও তিনি বলেন, এখন থেকে জেলার মানুষ রাতে শান্তিতে ঘুমাবে আর রাত জেগে মানুষের জানমাল রক্ষার্থে কাজ করবে পুলিশ। এজন্য তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু কালাম মোহাম্মদ সাহিদ   আতিয়ার রহমানসহ প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার কর্মীগণ। গত জুলাই চাঁপাইনবাবগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ছাইদুল ইসলাম।