চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়সার্কেলের মাদক বিরোধী অভিযানে নতুন বছরের শুরুতেই বিপুল পরিমাণ গাঁজাসহ জনকে গ্রেপ্তার করেছে। 

১৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে টার দিকে ১৪ টি প্যাকেটে রক্ষিত ৩০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ডিএনসির চৌকস টিম। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে বাবাছেলে। জেলা ডিএনসির উপপরিচালক আনিছুর রহমান খাঁন ৩০ কেজি গাঁজাসহ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসি কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে ‘‘’’ সার্কেলের উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী, সহকারী উপপরিদর্শক জনাব মো.আব্দুল ওয়ারেস, সহকারী উপপরিদর্শক মাসুদ মিঞা, সিপাই মো. আক্তারুজ্জামান, সিপাই মোহাম্মদ সারোয়ার আলম, সিপাই আবু জাহিদ, সিপাই আবুল বাশারসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করে

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আতাহার ওদুদ পাক, গুচ্ছ গ্রামের সাদিকুল ইসলাম ওরফে গাঁজলের ছেলে সানাউল হক(৩৫) মৃত আরশাদ মণ্ডলের ছেলে সাদিকুল ইসলাম ওরফে গাঁজল(৫৮) 

একটি বড় স্টীলের বাক্সের মধ্যে গাঁজাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং২৪এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন, উপপরিচালক আনিছুর রহমান খান