চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি শুরু 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কারপরিছন্নতা কর্মসূচি শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে অংশ নেয় বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবকরা। উদ্বোধন শেষে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কারপরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবকরা।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে যেমন ব্যক্তির রুচিবোধ সম্পর্কে ধারণা করা যায়, তেমনি সুস্বাস্থ্যের দিক থেকেও এটি অত্যান্ত প্রয়োজনীয়। জেলায় এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ জন হলেও, তা ১৩০০ জন হতে বেশি সময় লাগবে না। তাই এবিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে

কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এসময় আরও উপস্থিত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমসহ বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা