চালু হলো সুলতানগঞ্জ-মায়া নৌবন্দর

সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতায় চালু হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর। আজ সোমবার সকাল ১১টায় সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন,রাজশাহী ১ আসনের সংসদ সদস্য আলজাজ্ব ওমর ফারুক চৌধুরী,রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ,  রাজশাহী ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা,চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ সহ জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।উদ্বোধনের পর সুলতানগঞ্জ বন্দর থেকে ১১ মেট্রিক টন গার্মেন্টস ঝুট কাপড় নিয়ে ভারতের মায়া বন্দরের উদ্দেশে যাত্রা করে এমভি সাইফ সিয়াম শাফিন নামের একটি জাহাজ।
অপরদিকে দুপুর ১২টায় মায়া নৌবন্দর থেকে দেশবাংলা নামে একটি নৌযান ১০০ মেট্রিক টন পাথর নিয়ে সুলতানগঞ্জের উদ্দেশে যাত্রা করে বলে জানান বিআইডব্লিউটিএর পরিচালক ড. রফিকুল ইসলাম।