চালের দাম বাংলাদেশে সবচেয়ে বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে চালের দাম এই মুহূর্তে বেশি বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গলা ফাটিয়ে ঘোষণা দিয়েছিলেন, ১০ টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দিবেন। প্রধানমন্ত্রী জনগণকে আশার বাণী শুনিয়ে যে চরম ধোঁকা দিয়েছেন, তা এখন পরিষ্কার হয়ে গেছে।’

‘মোটা চালের দাম এখন ৪৮ থেকে ৫০ টাকা। বিশ্বে সবচেয়ে বেশি দামে বাংলাদেশে চাল বিক্রি হচ্ছে। আজকেও গণমাধ্যমে খবর বেরিয়েছে, চালের মূল্য বৃদ্ধির কারণে মানুষ এখন কম খেতে শুরু করেছে। চালসহ নিত্য পণ্যের দাম এতটাই দুর্বিষহ ও লাগামহীন পর্যায়ে পৌঁছেছে যে, এই রমজানেও মানুষকে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। অথচ আমাদের দেশে লাখ লাখ টন চাল ঘাটতি রেখে বর্তমান সরকার বাহাদুরি করে শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছিল। ঘরে ঘরে চাকরি দেওয়ার যে আশার বাণী তিনি শুনিয়েছিলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশে কর্মক্ষম প্রায় কোটি লোক বেকার।’

জুন থেকে আরেক দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। এমনিতেই নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। নানা ট্যাক্স, ভ্যাট ও আবগারি শুল্কের কবলে পড়ে মানুষের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা, তার ওপর গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে জনগণের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষণা।’

সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ‘জনগণের ভাষা বোঝার ক্ষমতা তাদের নেই’ বলে মন্তব্য করেন রিজভী।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

আগামী অর্থবছরের বাজেটকে লুটপাটের বাজেট অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, ‘বাজেটের বেশির ভাগ অংশই ধরা হয়েছে ভ্যাট ও কর এর ওপর নির্ভর করে। অর্থাৎ জনগণের পকেট কেটে অর্থ লুটপাটের জন্যই যে এই বাজেট প্রণীত হয়েছে তা এখন সুস্পষ্ট।’

‘সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক ধরা হয়েছে যার নজির পৃথিবীর কোথাও নেই। এই আত্মঘাতী সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর সামান্য জমানো টাকাতেও হাত দেওয়ার উদ্দেশ্যে।’

অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রী বলেছেন ১ লাখ টাকা যাদের আছে তারা সম্পদশালী। অথচ উনিই একসময় বলেছিলেন, ৪ হাজার কোটি টাকা মানে কিছুই না।’

‘আসলে দুর্নীতিবাজ সরকার ও তার মন্ত্রীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন, তাই তারা জনগণকে নিয়ে এমন তামাশা বা রসিকতা করতে পারেন। আসলে অর্থ লেনদেনের বেআইনি ফাঁকটি আরো প্রসারিত করার জন্যই সরকার সাধারণ মানুষের ১ লাখ টাকা সঞ্চয়ের ওপর হস্তক্ষেপ করছে।’

ব্যাংক লেনদেনের ওপর যে আবগারি শুল্ক ও পণ্যের ওপর যে ভ্যাট ধরা হয়েছে বিএনপি তা প্রত্যাহারের দাবি জানায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামফলক ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ভাঙচুর করেছে অভিযোগ করে এর নিন্দা জানান রিজভী।

তিনি বলেন, ‘সরকারের ইশারায় বিশ্ববিদ্যালয়ের ভিসির তত্ত্বাবধানেই এই অপকর্মটি করা হয়েছে। এটি একদলীয় নিষ্ঠুর বাকশালী ফ্যাসিস্ট শাসনেরই নমুনা। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ছাত্রদলের প্রাক্তন সাধারণ সম্পাদক খালেদ মঞ্জুর রোমেলকে গতরাত তার গ্রামের বাড়ি শাহাজাদপুর থেকে সাদা পোশাকধারী লোকেরা আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে গেছে অভিযোগ করে অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।